শিরোনামঃ প্রত্যাশা
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
কম্পোজিশনঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য
বাঁধভাঙা পণ করে ছিনিয়ে বিজয়
আকাশ ভরা মেঘ সরিয়ে সুর্য রোদে হাসে সময়
অপেক্ষায় সে ক্ষণ অধির প্রতিক্ষায়
কেন যে কাঁপে হৃদয় দূর করে দুষ্ট ভয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
সাফল্যেরই সাথে শুরু বসবাস
হাল ধরে শপথে পেরিয়ে জলোচ্ছ্বাস
বিভেদ ভুলে মন স্বপ্নের সাগরে
আগামীর পৃথিবী
ছাড়িয়ে সকল জয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই……………
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
কম্পোজিশনঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য
বাঁধভাঙা পণ করে ছিনিয়ে বিজয়
আকাশ ভরা মেঘ সরিয়ে সুর্য রোদে হাসে সময়
অপেক্ষায় সে ক্ষণ অধির প্রতিক্ষায়
কেন যে কাঁপে হৃদয় দূর করে দুষ্ট ভয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
সাফল্যেরই সাথে শুরু বসবাস
হাল ধরে শপথে পেরিয়ে জলোচ্ছ্বাস
বিভেদ ভুলে মন স্বপ্নের সাগরে
আগামীর পৃথিবী
ছাড়িয়ে সকল জয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই……………
No comments:
Post a Comment