Saturday, 31 December 2011

Shona Bou(সোনা বৌ)- Shada Mata – Arfin Rumey Feat. Kazi Shuvo

শিরোনামঃ সোনা বৌ
কন্ঠঃ কাজী শুভ
অ্যালবামঃ সাদা মাটা


সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)
ও বৌ গো বৌ……
সাড়ে তিন হাত মাটির ঘরে
বাসরটা দিবে সাজিয়ে
যে ঘরে থাকবা দিন রজনী (২)
নাই বিছানা,নাই মশারী
সঙ্গে নাই তোর সোয়ামী
নিতে আইলে নাইয়র যাইবা নি?
ও বৌ গো বৌ……
ছেড়ে গেলে মাতলা জামাই
মাটির দেহের কিসের বড়াই
বাকা দেহের বিচার করবে কে (২)
ও বৌ গো বৌ……
আকাশে তোর অই পিরিতি
দিওয়ানী কইও সজনী
নিতে আইলে নাইয়র যাইবা নি?
সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...