Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)
Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Download : Kichu Kotha Akashe Pathao
কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো
কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।
No comments:
Post a Comment