Thursday, 22 October 2015

Maa by Shotto

Title : Maa (মা)
Artist : SHOTTO (সত্য)
Facebook Link : SHOTTO (সত্য)

৫২, ৬৯, ৭১ কি আমাদের ছিল? ৩০ লক্ষ শহীদের রক্ত তাহলে কি ছিল?
অদ্ভুদ সুন্দর এই দেশটা আমাদের হয়েও যেন আমাদের নেই।
দেশটা থাকবে কিভাবে?
দেশ বাচাঁতে হলে তো তার মানুষকে বাচঁতে হবে।
এই আক্ষেপ আমি কিভাবে ধরে রাখব?
এই নালিশ আমি কার কাছে দিব?
আমার মা তো নেই আমার কাছে, শুনতে পাচ্ছ মা...
আমি চিৎকার করে যে শুধু তোমাকেই বলছি...

মা তুমি কোথায়? ধুমিয়ে আছ কেন?
চলে যায় সে কোনসে পথে
রাখো না তুমি আগলে ধরে
হারিয়ে যায় সে কিসেরি মাঝে
রাখো না তাকে আগলে ধরে

শুনবে কে কার চিৎকার?
বলবে কে কার কথা?
মুখোশের আড়ালে
লুকিয়ে থাকা হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল

এভাবে যাবে আর কতকাল
মায়ার জগৎ শুধু শূন্য হার
ধবংস সে লীলায়
মেতে উঠেছে হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...