Thursday, 22 October 2015

obuj by bapp mozumdar

Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)
Download : Obujh - Bappa (The Hit Album 4)

অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...