খুলে দাও দ্বার,জ্বালিয়ে দাও আলো
চেয়ে দেখ সুদূরের সোনালী দিগন্ত
সে তো আর ফিরে আসবে না তোমার কাছে
কেন মিছে হতাশায় বসে আছো এই আধাঁরে
আকাশের লাল সূর্য চেয়ে আছে তোমার পানে
শত বাধার শেষ প্রান্তে,মুচকি হেসে সে বলে
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
শত বাধা পেড়িয়ে আজ মোরা এ পথে
নিয়ে এসেছি সুখের স্বপ্ন সাথে করে
ভেঙ্গে যেতে দেব না আর এই আশার বাঁধনএগিয়ে যাব মোরা অতীতের স্মৃতি নিয়ে
শত মায়ের কান্না মুছে দিব মোরা এই দিনে
দুঃখকে বিদায় দিয়ে,যেন তারা বলে উঠে
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
চেয়ে দেখ সুদূরের সোনালী দিগন্ত
সে তো আর ফিরে আসবে না তোমার কাছে
কেন মিছে হতাশায় বসে আছো এই আধাঁরে
আকাশের লাল সূর্য চেয়ে আছে তোমার পানে
শত বাধার শেষ প্রান্তে,মুচকি হেসে সে বলে
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
শত বাধা পেড়িয়ে আজ মোরা এ পথে
নিয়ে এসেছি সুখের স্বপ্ন সাথে করে
ভেঙ্গে যেতে দেব না আর এই আশার বাঁধনএগিয়ে যাব মোরা অতীতের স্মৃতি নিয়ে
শত মায়ের কান্না মুছে দিব মোরা এই দিনে
দুঃখকে বিদায় দিয়ে,যেন তারা বলে উঠে
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের
No comments:
Post a Comment