Tuesday, 28 June 2016

অদ্ভূত সেই ছেলেগুলোর গল্প

একটা সময় চারিপাশ ছিলো অনেক রঙিন
হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তো সবই
সব কিছুকে শূণ্য করে চলে গেলে তুমি
.
এখন কোনো গান আসেনা
ইচ্ছে করে খালি
অদ্ভূত সেই ছেলের মতো
দেশটা দেবো পাড়ি
হয়তো কোনো বনের মাঝে খুজে পাবো তাকে
গিটার আর হারমোনিকার মাতাল সুরের মাঝে..
.
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাটতো জোছনায়...

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...