তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে?
আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে!
চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে!
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছ বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?
ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে?
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষিনি আমি
মোর বিচরণ অন্যখানে
সবকিছুই আজ বেশি বেশি?
চামচা দ্বারা মুখটা খোলে?
একবারও কি মাথায় আসে?
"কোথায় ছিলে?" "কোথায় যাবে?"
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
Wednesday, 29 June 2016
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment