কথা - তৌফিক আহমেদ (র্যাপ অংশ) ও আবদার রহমান (কোরাস)
শান্তি মেলেনা বাঁধা অবিরত, কান্না শুধু আজ আসে অহরহ, ঘুম আসেনা- ঘূণ ধরা এ
শহর আরো কাঁদাও, জন্মাও তোমার গভীরে তাই, জেগে আছি দুর্ভাবনার আলোহীণ
বাস্তবতায়।
সুপ্রিয়
শ্রোতামন্ডলী, দেশ ও জাতি বহুকাল ধরে র্যাপ সংগীত শুনে আসছেন- বিগত
পাচ/সাত বছর! ও মাইয়া কোমর দোলা, আমার কাছে আয় সুন্দরী গোত্রয়ী, কাইটা
ফ্যালামু মাইরা ফ্যালামু এবং জাবর কাটা সংক্রান্ত সৃষ্টি গুচ্ছ।উফ চলনা,
চলনা যাই ধানমন্ডি, গুলশান, বানানী। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের
দর্শন কে জানাই সালাম! আর এদিকে আমিও চলছি আমার রীতিতে, বিশ্বাস করি-
র্যাপ বা ক্ষ্যাপাগান যাই বলি তার জন্ম আর কোথাওনা বাউলেরই আখড়ায় !
Right so this time Adit bhai a.K.a Mr. Fatman and Ck TOFF.. presenting.. ক্ষ্যাপাগান
অজৈব ফন্দি ফিকির তামাশা, কালো টাকারই যিকির হতাশা! ভোটটা আবার তাকেই
দিলাম আজব রীতি বিধির, নোটটা নিঃশব্দে পকেটে দেখিয়ে ভয়ভীতি, নগদে গরজে মেঘ
ঘন বরষা, আমার সন্তান সুখে প্রবাসে টাকা খাচ্ছি সহসা, অতিশয় কাবু পীঞ্জরে
বাংলা শব্দমালা, কলমের কালি ফুরিয়ে অনুভূতি শুধু ভেলা, আমি নিস্তেজ
প্রতিবন্ধি শুধু পেয়েছি অবহেলা, বিপ্লবের স্বাদ পেয়েছি তাই হয়েছি ঘর ছাড়া,
পুস্তক ভারে চলতে নাজুক স্কুল গামী শিশু, পালায় পালায় বদল ইতিহাস হায়রে
একাত্তরের যীশু, ইসলামকে আঁকড়ে ধরি নেশা বানিয়ে ব্যবসা করি, নিজ খুশীতে
ফতোয়া গড়ি লাগছে হাল্কা সুড়সুড়ি, মুক্তিযোদ্ধারা আজ বঞ্চিত মারছ তাদের পিষে
- দ্যাখো বীরদর্পে পাকি দোসর নোংরা হাসি হাসে। তোমাদের আইনত অনর্থক ঘোচেনি
দারিদ্র, শিক্ষিত বেকার ক্যানো কালোপথে রাজত্ব, ধরছে জাপটে নিজ লাভটা
খুজছে নিজের দেশ দাবি সবার তাই রক্ত স্রোতে ভাসছে, পাগলটা তো ডাস্টবিনে
বাসি খাবার খুজছে, শক্তি যার দুনিয়া তার যার আছে সে শুধু বাঁচবে । কি
অস্বীকার করবে সবের গোড়ায় নোংরা রাজনীতি -রক্তে লাল রাজপথ ওই নষ্টা
মূলনীতি, ছিন্নমূল সহযোদ্ধা বস্তিতেই খজে সম্বল, আমারাতো পাঁচ বেলা খাই
আমাদের তাও পেতে অম্বল, রেললাইনে ঘুমায় শিশু কোটিপতির শেষ নেই, ধণতন্ত্র
স্বাগতম গণতন্ত্রের লেশ নেই, সবিইতো ধোঁয়াটে মিশ্রবোধে পচচ্ছে, পিলখানার
রহস্য ঘনীভূত হচ্ছে। ক্ষ্যাপাগানই থাকবে, ক্ষ্যাপাগানই বাজবে, সত্যবাণী
দিয়ে যাবে ক্ষ্যাপাগানই জিতবে, সুস্থ মস্তিষ্কে অসুস্থ পরিবেশে অতৃপ্ত
আত্মকথন ইতি টানি পরিশেষে.
মিউজিক - অদিত
কণ্ঠ - অদিত ও তৌফিক
অ্যালবাম - ফ্যনম্যাঞ্জ ইঙ্ক
No comments:
Post a Comment