Sunday, 18 March 2012

amar sathe ay by cryptic fate

গানঃ আমার সাথে আয়, অ্যালবাম: শ্রেষ্ঠ
cryptic fate


 
প্রথম যেদিন তোকে দেখি আমার মন ভরে গেছে
সারাক্ষন ইচ্ছে করে তোর সাথে থাকতে
ধারনা ছিল নিজেকে নিয়ে সারাটি জীবন ব্যস্ত রব
ধারনা ছিল আমার মনের মিল কখনো খুজে না পাবো

তোকে যখন খুজে পেলাম আমি
মনে সেদিন থেকে সবই রঙীন
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

তুই আর আমি যখন একই সাথে
বিশ্বটাকে তখন ঠিকই লাগে
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্ট আমি করব।

তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...