Sunday, 18 March 2012

sagotom prithibi icc theme song

শিরোনামঃ স্বাগতম পৃথিবী
কথাঃ জুলফিকার রাসেল
কন্ঠঃ ইবরার টিপু, অর্নব, বালাম, এলিটা, মিলা, কনা
সুর ও সঙ্গীতঃ ইবরার টিপু

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে(২)

জয় দেখেছি প্রথম যেদিন
ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন
এলো মাথা তুলে

জয় দেখেছি সূর্য ওঠা
একাত্তুরের দিনে.......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

আমার আছে দিগ্বিজয়ী
দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে
সুন্দরীর প্রাচীর(২)

জয়ের নেশা বাংলাদেশের
হৃদয় গহীনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

সূর্য নিয়ে উড়ছে সবুজ
অবাক মানুষজন
কে শোনেনি আমার দেশের
বাঘের গর্জন(২)

লাল সবুজের এই পতাকা
যাচ্ছে নতুন দিনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

I witness victory today
We let go fear
I witness victory with Ekush
Proudly appears
I witness victory in the
Sunny days of 1971

O World, It's time
Let Bangladesh be known
O World, on this day
Accept our invitation

O World, it's time
Let Bangladesh be known
O world, it's time
Let our Cricket be known

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী এবার এসে
সবুজ দেশের ক্রিকেট নাও চিনে

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...