Monday, 26 December 2011

Alo Aro Alo(GLAB alumni theme song,Voice & Tune-Bassbaba)

যখন চারিপাশে দেখি শুধুই আধাঁর
যখন স্বপ্ন ভাঙ্গে তোমার  আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
যখন খুঁজে ফিরি আধাঁরের শেষটা

তখন হঠাৎ করে শৈশব তাকায় ফিরে
তোমার সে কথায় দাঁড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের

আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য


যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে দাড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্বান
কৈশোরে বলেছিলে গাবো একদিন বিজয়ের গান


আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সে তো তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সবই তোমারই জন্য


আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য


*******************************
Music Arrange by-Bassbaba & Rafa

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...