যখন চারিপাশে দেখি শুধুই আধাঁর
যখন স্বপ্ন ভাঙ্গে তোমার আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
যখন খুঁজে ফিরি আধাঁরের শেষটা
তখন হঠাৎ করে শৈশব তাকায় ফিরে
তোমার সে কথায় দাঁড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য
যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে দাড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্বান
কৈশোরে বলেছিলে গাবো একদিন বিজয়ের গান
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সে তো তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য
*******************************
Music Arrange by-Bassbaba & Rafa

যখন স্বপ্ন ভাঙ্গে তোমার আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
যখন খুঁজে ফিরি আধাঁরের শেষটা
তখন হঠাৎ করে শৈশব তাকায় ফিরে
তোমার সে কথায় দাঁড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য
যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে দাড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্বান
কৈশোরে বলেছিলে গাবো একদিন বিজয়ের গান
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সে তো তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য
*******************************
Music Arrange by-Bassbaba & Rafa
No comments:
Post a Comment