আবার ডাকছি তোমায় আমি
শুনছো কি তুমি?
মাঝরাতের দুঃস্বপ্নগুলো কেমন বল শুনি
অসুস্থ তোমার মগজ হাসি আসেনা আগের মত
নিজের জাল ঘিরে আসে
কাউকে না বলে তোমারই কাছে
এযে তোমারই চালা গুটি
তোমাকেই খোঁজে আজ তোমারই সৃষ্টি
পেছন ফিরে দেখ আসছে কি
চিনতে তুমি পার কি
ফোকলা দাঁতে তোমার হাসি
আজ কেন মলিন?
মাঝরাতের নীল নকশা
কি এখনও বোঝনি
তাড়া করছে আজ তোমায়
গুটি from hell
আবার ডাকছি তোমায় আমি
শুনছো কি তুমি?
মাঝরাতের দুঃস্বপ্নগুলো কেমন বল শুনি
এযে তোমারই চালা গুটি
তোমাকেই খোঁজে আজ তোমারই সৃষ্টি
পেছন ফিরে দেখ আসছে কি
চিনতে তুমি পার কি
ফোকলা দাঁতে তোমার হাসি
আজ কেন মলিন?
মাঝরাতের নীল নকশা
কি এখনও বোঝনি
তাড়া করছে আজ তোমায়
গুটি from hell
পেছন ফিরে দেখ আসছে কি
চিনতে তুমি পার কি
ফোকলা দাঁতে তোমার হাসি
আজ কেন মলিন?
মাঝরাতের নীল নকশা
কি এখনও বোঝনি
তাড়া করছে আজ তোমায়
গুটি from hell
Vocal & Bass-Bassbaba
Vocal-Rafa
Guitar & Key-Shishir
Guitar-Piklu
Drums-Shuvo
No comments:
Post a Comment