Monday, 26 December 2011

Jononi(Album-Jibondhara,Vocal,Tune & Lyrics-Babna Karim

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হিরের অলংকারে্র উপরে রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হিরের অলংকারে্র উপরে রূপসী



মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা

চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া




মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা

সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউ এ দামাল হাওয়া
গানচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডুবে সাগরের বুকে

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

    *************
V/G/B-Babna
G-Kamal
k/G-Fuad
D-Tipu
*************
solo#kamal 1:35-2:14 & 3:07-3:38


Babna in Warfaze's re-union concert

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...