মিথ্যারই বাহনে সোওয়ারী এই জীবন
পারবে কি কুয়াশা্র পথটাকে পেরোতে
যদি না জানা যায়
মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে
সত্যকে চেনা এই জীবনে
আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে
যদি না কেউ জানে
আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেয়ালী
যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা
যার নেই কোন সীমা
কে জানে
কে জিতে যাবে... এই খেলাতে
কে জানে
কে হেরে যাবে ....এই খেলাতে
********************
Vocal-Sunjoy
Guitar-Kamal
Vocal/Bass-Babna
Key-Fuad
Drums-Tipu
********************
Solo#Kamal
পারবে কি কুয়াশা্র পথটাকে পেরোতে
যদি না জানা যায়
মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে
সত্যকে চেনা এই জীবনে
আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে
যদি না কেউ জানে
আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেয়ালী
যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা
যার নেই কোন সীমা
কে জানে
কে জিতে যাবে... এই খেলাতে
কে জানে
কে হেরে যাবে ....এই খেলাতে
********************
Vocal-Sunjoy
Guitar-Kamal
Vocal/Bass-Babna
Key-Fuad
Drums-Tipu
********************
Solo#Kamal
No comments:
Post a Comment