Monday, 26 December 2011

Nei Proyojon(Ashamajik,Vocal-Sunjoy,Lyrics & tune-Kamal)

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন

কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে


দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যথা




দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

ছেড়ে গেলে তাই বলে কি, বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে  দেখ আমি স্বপ্নে ভরা দু'নয়ন

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে
*************************
Vocal-Sunjoy
Guitar-Kamal
Guitar-Jewel(Backup Vocal)
Bass-Bassbaba
Key-Fuad Ibne Rabbi
Drums-Tipu
*************************

Solo#Kamal 2:04-2:19


Warfaze in Benson & Hadges Concert,98

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...