Friday, 13 January 2012

Nirbashon(Vocal-Sunjoy,Tune-Russell,Word-Babna & Bappy

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিধর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

সেই তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাকেঁ
এলোমেলো এই পাথর পথে
হাঁটছি এখন স্মৃতি পাতায় একা
অন্যভুবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা

Voice-Sunjoy
Keyboard-Russell Ali
Drums-Tipu

Alo(Album-Alo,Voice-Mizan,Tune- Word-Hasan Imtiaz Sumon)

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনালো

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়........ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়

যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়....ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়.....সরল হয়



আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Balam
Key-Shams
Bass-Biju
Drums-Tipu

solo#Kamal

Mukti Chai(Album-Dhun,Vocal-Sunjoy,Lyrics-Kamal,Tune-Fuad & Kamal)

চেয়ে দেখো চারিদিকে চিৎকার
চেয়ে দেখো চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দূর আশায়
বুকে হয়ে গেছে কালো আজ অন্তর
হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখো চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবে
আজ স্থির হয় জীবনের পরাজয়
স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......



চেয়ে দেখো রঞ্জিত রাজপথ
হারিয়েছে তার কত প্রিয়জন
জীবনের সাথে হারানোর আমি দেখি না যে সংগম
দেখি না যে সংগম
কোন দিন হবে সেই তোলপাড়
ফিরে পাব না পাওয়া অধিকার
হতাশার সব কালোছায়া মুছে যাবে আলোর বন্যায়
মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
কোন দিন ও ভাবে না...(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাইনা হতে...(সমাজবদ্ধ)
চাইনা হতে...(সবার মত)
চাইনা হতে...(প্ররচিত)
মুক্তি চাই.......
আর নয়...(মিছে আশা)
আর নয়...(কালোছায়া)
আর নয়...(ভেজা বেড়াল)
মুক্তি চাই.......


কেন মিথ্যার ভারে ভেঙ্গে পড়ে জাতি
কেন শিৎকার করে অবনতি
কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি
কেন চলছে এখানে রাজনীতি


এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......


Vocal-Sunjoy
Guitar-Kamal(Backup vocal)
Guitar/Key-Fuad Ibn Rabbi
Bass-Babna
Drums-Tipu

solo-Kamal 1:35-1:52 & 4:41-4:58

Boka Manushta(Album-Boka Manushta,Voice & Tune-Bassbaba)

উড়ে যায় পাখিটা দূরে বহূ দূরে
যেখানে নেই আমার ছায়া কোনখানে
পিছন সে ফেরে না কিসের যে ভয়ে
হারিয়ে যাছে সে যে ঐ দূর নীল আকাশে

বোকারই মত আমি যে শুধু
বসে থাকি সারা জীবন ধরে
খালি খাচাঁটায় পরছে ধূলো
গাইছি তবু একই সুরের গান এখনো

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও যে গায় গানটা একই সুরে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে



Wednesday, 11 January 2012

Jibon Gelo by Upol

Jibon Gelo tomar khoje
bondhu tumi koi
ashaye ashaye din goinachi
bondhu tumi koi

(repeat)

boshontero emon dine
bondhu tumi koi

jibon gelo..(repeat)

ashar mash e amar chokhe jomechilo megh

adhar kalo akash tao bhijeche onek
(repeat)

jol shukiye moner nodi morubhumi shoi

boshontero emon dine
bondhu tumi koi

jibon gelo..(repeat)

bhalobashar mullo koto age bujhinai
omullo she manik roton kotha khuje pai?

dhum tana na na

bhalobashar mullo koto age bujhinai
omullo she manik roton kotha khuje pai?

mon puriye gelo pakhi gohin bone koi

boshontero emon dine bondhu tumi koi

jibon gelo..(repeat)

Aj Rate Kono Rupkotha ney by Old School

chadmama aj boddo eka
boro hoyechi ami
roj raat e ar hoyna kotha
hoyna newa humi
roj raat e, r chad er buri
katena chorka roj
o buri, tui achish kemon
hoyna neowa khoj
kothay gelo she ruphkothar raat
hajar golpo shonarajar kumar, kotal kumar, pokkhiraj
she ghora
kere nilo k she ajob shomoy
amar kajla didi
k re tui, kon dotto dano
shob j kere nili...
kere tui, kere tui
shob shohog shoishob k
bodley dili
kichu jantrik borjey
tui, k re tui
joto bishakto prolobhone
amay thele dili
kono ek bhul srot e
aladin r jaadur jini
amay dakche shono
besto ami bhishon rokhom
shomoy j nei kono
alibabar dorja khola
chollish chor ele
sindabad ta, ekla boshe
ache shagor tire
shomoy ta aj kemon jeno
boro hoye gechi ami
tara gulo aj o megher aral
kothay giye nami
kere nilo k shei....

Nitol paye by Fuad

  Fuad Ft. Rajib

************************

Mon bhabe tare ei meghla diney
Shitol kuashate taar sporshe
Taar runujhun nupurer shaje
Batashe jeno mridu shubashe

Nitol paye rinik jhinik
Payel khani baje
Madol baje shei shongete
Shema meye nache


Chader odhore jeno tomar hashir majhe
Shonali abeshe tobe shagor haare
Hridoyer majhe kobe bedhechhile badhon
Bhalobasha tobe keno moner ogochore

Tumi ki amar bondhu, aaj keno bojhoni
Tumi ki amar bondhu, keno bhalobashoni
 

Sunday, 1 January 2012

Eka

Eka

(Banglish version)

lyric and tune: Zia Uddin Zia

S H I R O N A M H I N

Album- Bondho Janala

Raatri klanto, jirno-shirno adho chander alo
Pitch dhala poth kokhono dhushor kokhono ba kalo
Sharata poth jure ami eka
Hente jai akash taarar paane cheye
Neel jochonay smritiro bhire
Hariye jay mon andhare

Andhar raate pothe nemeshe ashe shishirer chaya
Nibhe geche durer kono smritiro maya
Nishshim charpash, kono shara nei
Tobu ek dipti roye geche
Sharata poth jure ami eka....
Jay mon andhare I

Joto duure jete chai nilimar pothe
Aro duure shore jay raater akashe
Chupchap shohore nishshash phele ashi
Ei nnirob batashe

Sharata poth jure ami eka....
Jay mon andhare I

hashimukh

artist: shironamhin

album:jahazi

song:hashimukh

protiti rastay protiti janalay
anondo hashimukh hashimukhe anondo dhara
tumi je acho tai ami pothe hete jai
hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai

rood uthe geche tomader nogorite
alo eshe theme geche tomader janalay
anondo hashimukh chena chena shobkhane
eri majhe cholo mora hariye jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai

hariye jete chai
tomader rastay
......hariye jete chai
......tomader rastay
onek ojana firee shochcho nirobotay
rood uthe geche chena ei nogorite
nagorik janala hashimukhe ekakaaaaaar

anondo utshob chena chena shobkhane
eri majhe amader chute jawa dorkar
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
............tumi je acho tai ami pothe hete jai
............hete hete bohudur bohuduuuuuuuuur....

nicchup adhar

নিশ্চুপ আধার
কথা: ফারহান, জিয়া
সুর: তুষার, জিয়া

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

শুনতে কি পারো তুমি আমার কান্না?
দেখতে কি পারো নিঃস্ব প্রাতে
নিঃসঙ্গ মোর একলা চলা ।

ভাসতে কি পারো তুমি আমার সুরে
বুঝতে কি পারো তুমি আমার কথায়?
মিথ্যার বেসাতিতে তোমার জগৎ ।

র্স্পশ করো তুমি আমার কষ্ট
মেঘদল হতে আনো সূর্য সকাল
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত
মানুষ ভরা খোলা প্রান্তরে,
আর চেয়ে দেখি, তোর খোলা চুলে
ভেসে যায় আমারি স্বপ্নগুলো ।
নিশ্চুপ আধারে ।

তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা
তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট
তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা
তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায়
আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই ।

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

ভাসতে কি পারো তুমি নীল জোছনায়?
শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে?
অচেনা আলোর এক মুক্ত বয়ান ।

ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম?
দেখতে কি পারো তুমি আমার চোখে?
অক্ষম চিৎকারে বাঁচার নেশা

অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ
অতল নরকে সাজো তোমার বাসর
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

আর্টসেল, অ্যালবাম- অনিকেত প্রান্তর, ট্র্যাক- গন্তব্যহীন

আবার দেখা দেয় আলো
অন্ধকারের থাকে নিজস্ব শরীর
আলোর স্বপ্নগুলো
লেখা আছে হাজার বছরের গায়
আলোর পৃথিবী কোথায়...?


ভাবনার রুদ্ধ ঘরে
একা বসে ভাবি
অন্ধকার দূরের দিকে
খুঁজি তোমাকে


আকাশের শেষে কি থাকে?
কোথায় পড়ে আছে আমার স্বদেশ?
অন্ধ চোখে আলো কি শরীর পায়?
এখানে আমি বিকলাঙ্গ পাথর


তোমার স্বপ্নদৃশে হাঁটছি গন্তব্যহীন
সমাহিত সময়ের রাত্রির নক্ষত্রকে খুঁজি
অসীম শূন্যতায়
এখানে পড়ে থাকে
পাথরের মত স্থবির মানুষ
শেখানো বর্ণনায়


দৃশ্যকে ভাবি পৃথিবী
স্বপ্নকে ভাবি তুমি
মৃত্যুকে মনে হয় গভীর ঘুম
আঁধারকে ঈশ্বর ভাবি


সকল আলোর প্রথম উৎস কি
অনিশ্চিত আঁধারে...?


তোমাকে এঁকেছি প্রতিটি দৃশের রেখাবৃত্তে
তোমার স্বপ্নকে আমি দিয়েছি প্রাণ
আমার স্বপ্নে তোমার করাঘাত


নিজেকে হয়না চেনা আজ
শুধু নেমেছি অতলে
এখানে একা বসে কতকাল
ভীত রাত্রিকে ডেকে দেয়
বীভৎস আমার মুখ
অশরীর আমি
নিজেকে
আজো ভয়...

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...