কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।
যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
Saturday, 10 March 2012
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment