Saturday, 10 March 2012

eka by parvez

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...