মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়।
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আশায়।
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
Saturday, 10 March 2012
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment