Thursday, 22 October 2015

Hariye fela valobasa by Tahsan

Title : Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা)
Artist : Habib Wahid
Album : Unreleased
Download : Hariye Fela Bhalobasha

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

Chuye dile mon By Tahsan

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki
Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Download : Chuye Dile Mon

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।

Bolte Bolte cholte cholte By Imran

Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) By Imran (New Lyrics 2015)
Title : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)
Artist : Imran (ইমরান)
Album : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে)
Download : Bolte Bolte Cholte Cholte


বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে,
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

Kichu kotha akashe Pathao by arefin rumey

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)
Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Download : Kichu Kotha Akashe Pathao

কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

Eto kOsto BY James

Eto Kosto (এত কষ্ট) By James
Title : Eto Kosto (এত কষ্ট)
Artist : James (জেমস)
Album : Warning (ওয়ার্নিং)
Download : Eto Kosto

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।

পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।

কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

Smriti O Shopno

Title : স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার]
Artist/Band Name : LosPic
Band Facebook Page : facebook.com/ad.sylhet
Download : স্মৃতি ও স্বপ্ন ২

কুয়াশার চাদর ছিড়ে, তোমার খোজে একলা হেটে চলা
দেখা হবার পরেও তোমায় হয়নি কিছুই বলা (২)
আবার দেখা হলে কোন শীতে
ঐ যে সেই ছোট্ট চেনা পথে
মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা (২)
নিঝুম কুটিরের দুয়ার
আগুনের পাশে মুখোমুখি মোরা
জেগে ছিলো স্বপ্নের দু চোখ ইচ্ছে বাধনহারা (২)
আবার দেখা হলে কোন শীতে
ঐ যে সেই ছোট্ট চেনা পথে
মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা...

Bangladesh Bangladesh by Bappa

Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ) By Bappa Mazumder
Title : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)
Artist : Bappa Mazumder
Download : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)

পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান

মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)

Shopnoloke By Shotto

Title : Shopnoloke (স্বপ্নলোকে)
Artist : SHOTTO (সত্য)
Facebook Link : SHOTTO (সত্য)

কখনও সুর্যদয়ে তুমি আমার পাশে ছিলে?
কেন তুমি আমার হৃদয় জুড়ে ভেসেছিলে?
আমিতো চাইনি এই তোমাকে
চেয়েছি আমার স্বপ্নলোকে?

মেঘেদের ছোয়াঁতে একটু কি তুমি কেদেঁছিলে
নয়ন জলের আলোয় আমায় কেন পুড়িয়েছিলে?

সুখের মায়ায়, একটু কি চেয়েছিলে?
ক্ষণিক আধার অথবা বিস্ময় কেন হারিয়েছিল?

Maa by Shotto

Title : Maa (মা)
Artist : SHOTTO (সত্য)
Facebook Link : SHOTTO (সত্য)

৫২, ৬৯, ৭১ কি আমাদের ছিল? ৩০ লক্ষ শহীদের রক্ত তাহলে কি ছিল?
অদ্ভুদ সুন্দর এই দেশটা আমাদের হয়েও যেন আমাদের নেই।
দেশটা থাকবে কিভাবে?
দেশ বাচাঁতে হলে তো তার মানুষকে বাচঁতে হবে।
এই আক্ষেপ আমি কিভাবে ধরে রাখব?
এই নালিশ আমি কার কাছে দিব?
আমার মা তো নেই আমার কাছে, শুনতে পাচ্ছ মা...
আমি চিৎকার করে যে শুধু তোমাকেই বলছি...

মা তুমি কোথায়? ধুমিয়ে আছ কেন?
চলে যায় সে কোনসে পথে
রাখো না তুমি আগলে ধরে
হারিয়ে যায় সে কিসেরি মাঝে
রাখো না তাকে আগলে ধরে

শুনবে কে কার চিৎকার?
বলবে কে কার কথা?
মুখোশের আড়ালে
লুকিয়ে থাকা হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল

এভাবে যাবে আর কতকাল
মায়ার জগৎ শুধু শূন্য হার
ধবংস সে লীলায়
মেতে উঠেছে হায়েনার দল
নিয়ে যাবে সব কোলাহল।

Josna snan by bay of bengal

Title : Jochona Snan (জোছনা স্নান)
Artist : Bay Of Bengal
Download : Jochona Snan By Bay Of Bengal


দু'হাত তুলে জোছনায় স্নানে
তোমাকে জানাই আমন্ত্রণ,
সিক্ত চোখে দেখব শ্রাবণ মেঘের ছটা
জল রঙে রাঙিয়ে তোমার মন।

জানালার ধারে আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে,
আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।

মাতাল চোখে রইব তাকিয়ে
কোমল ঘাসের দু'ফোটা জলে,
হিমেল হাওয়ায় ভাসব অবাধ্য হয়ে
ব্যস্ত নগরির সব পিছুটান ভেঙ্গে।

জানালার ধারে আলতো কুয়াশার চাদর
রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে,
আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।

রঙ্গিন পলকে কেন অশ্রু জল
আবেগী চোখে আমি তাকিয়ে,
বিষাদের দরজা ভেঙ্গে উড়ে চলে যাই
দূর মেঘের দেশে।

আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে
কোলাহল আর ব্যস্ততা শেষে,
আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে
দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।

joy bangla bole age baro

Title : Joy Bangla Bole Age Baro (জয় বাংলা বলে আগে বাড়ো)





আবারো ভোর, আবারো অপেক্ষা।
আবারো জেগে ওঠো, এখনই সময়।
আমার সোনার বাংলাদেশ, এগিয়েই যাবে।
আবারো ঝাঁপ দিবে এই মন, নির্ভয়।

জানে এই পৃথিবী, স্বাধীনতার ছবি।
আঁকা আমাদেরই হাতে।
দেখেছে এই দেশ, নতুনের বেশ।
শত আলো ভরা রাতে।

"তাই গর্জে ওঠো আবারো।।
পেছনে ফেলে সামনে বাড়ো।।
জয় বাংলা বলে আগে বাড়ো।।
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।"

আমার দেশের মাটির মানুষ,
পলিমাটির মন।
অনেক আশার পথচেয়ে আছে,
সারাটা জীবন।

দেবনা নিভতে ওদের আশার আলো।
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো।

"শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী।
বাংলাদেশ আমার বাংলাদেশ"

"সংগ্রাম পরিষদ গড়ে তোলো।
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা,
'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।'

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা"

"জয় বাংলা বাংলার জয়"(৪)

লিরিক্স এবং গান: https://soundcloud.com/t-a-zishan/njgjte52h1ow

obuj by bapp mozumdar

Title : Obuj (অবুঝ)
Artist : Bappa (বাপ্পা)
Album : The Hit Album 4 (দি হিট এ্যালবাম ৪)
Download : Obujh - Bappa (The Hit Album 4)

অবুঝ বলে এদিক সেদিক তোমায় খুঁজে ফিরি
অবুঝ বলে পোড়ব জেনেও ছুঁই যে অগ্নিগিরি,
অবুঝ বলে হাত পেতে নিই যা কিছু দাও ছুঁড়ে
প্রাণ বাঁচানো আসল জেনে প্রাণকে রাখি দুরে।

অবুঝ বলেই আছড়ে পড়ি সর্বনাশের ঝড়ে
অবুঝ বলে অনড় থাখি এতকিছুর পরে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রঙ ছড়ানো মন যে আজও সবুজ।

আমায় তুমি অবুঝ বল কি হয়েছে তাতে
এই আমাকে দেই মিলিয়ে তোমার কোমল হাতে,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলেই হয়তো ভাব কিশোর কিংবা বালক
অবুঝ বলেই আঁকড়ে ধরি এক টুকরো পালক,
অবুঝ বলেই তোমার ধরণ নেইতো আমার জানা
সবার এত মানার পরে স্বপ্ন দেয় যে হানা।

অবুঝ বলেও ভাবিনি তো লাভ হবে না ক্ষতি
অবুঝ বলে দাও গড়ে দাও আমার পরিণতি,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে আজও সবুজ।

অবুঝ বলে ইচ্ছে গুলো মেলছে দেখো পাখা
অবুঝ বলে এই অনুভব সত্যি দরদ মাখা,
অবুঝ বলেই সবটুকু যে কেমন করে বলি
সবাই দেখ মেটেল দিয়ে গড়ছে শহর তলী।

আমি না হয় পুরোয় অবুঝ তুমিই তো সব বুঝ
এই অবুঝের ভালটা কি একটু না হয় খুঁজ,
আমায় তুমি অবুঝ বল সত্যি আমি অবুঝ
অবুঝ বলেই রং ছড়ানো মন যে  আজও সবুজ।

Ami Cokh vejabo By S.I.Tutul

Song Name : Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)
Album Name : Je Thake Ankhi Pallabe
Artist : S I Tutul
Movie : Ghetuputro komola (Humayan Ahmed's last movie)

Download : Ami Aj Bhejabo Chokh


আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!

সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।

Adharer kosto By Rayhan Sharif

Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)
Download :Adharer Kosto By Raihan Sharif

সৃষ্টির চোখে বৃষ্টি
পথ চেয়ে তার দৃষ্টি,
মনে তার সংশয় বাঁধা মানে না ।
স্রষ্টার কাছে বায়না
কেনো সে ফিরে আসেনা,
নিয়তির কাছে থেমে যায় কোনো ছলনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।

পথ ভুলে ভেসে যায়
চেনা কোনো ভাবনায়,
কুড়ে কুড়ে হয়ে ছায় নিভে যায় ।
ঝিরিঝিরি কাটেনা
মিথ্যার মোহনায়,
চোখে কেনো ঘুম আসেনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।।

Shono Mohajon By Shunno

Title : Shono Mohajon (শোন মহাজন) - (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago
Download : Shono Mohajon

আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

Chaira gelam matir prithibi By obscure

Title : Chaira Gelam Matir Prithibi (ছাইড়া গেলাম মাটির পৃথিবী)
Artist : Obscure
Album : N/A
Download : Obscure - Chaira Gelam Matir Prithibi

Obscure

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।

রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

Jodi mon kade by shawon

Song Title : Jodi Mon Kade (যদি মন কাঁদে)
Artist : Shawon (শাওন)
Album/Film : চল বৃষ্টিতে ভিজি
Download : Shawon - Jodi Mon Kade Tumi Chole Esho mp3


যদি মন কাঁদে,
তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়...

যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়...

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়...

porodeshi megh by nila

পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান

পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।
বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

Kothay Tumi By sumon and alif

Title : Kothay Tumi (কোথায় তুমি)
Artist : Sumon And Alif
Album : Unreleased
Download : Kothay Tumi

ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর
আসেনা ঘুম আমার যে আর আগের মত,
সপ্ন গুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির
অপেক্ষাতে অপেক্ষাতে আমার হাসি।

শীতের রাতে হাটতিশ আর এই ঠান্ডা হাওয়া
হয়না আমার আগের মত কিছুই পাওয়া,
মধ্য রাতে চাপটে ধরে কালো ছায়া
কবিতার সব্দ গুলোর পালিয়ে যাওয়া।

হাতের মুঠোয় তোমার হাতটি খুজি
জ্বরের ভোরে কপালটাতে স্পর্শ খুজি
কান্না ভেজা চোথে কেউ আজ দেয়না রুমাল
সবার জন্য আমি তবু কেউ নয় আমার।

কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।

যাচ্ছে চলে সব কিছু অনেক দূরে
যাচ্ছে সময় যাচ্ছে জীবন যাচ্ছে সরে,
শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি
একা একাই দেখবে আকাশ চোখের পানি।

নতুন রূপে সাজছে যে আজ পূরান অসুখ
আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ,
গানটা শেষে আমার চাওয়া একটুখানি
খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি

কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...