হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আবার
ভেবেছিলে কি থেমে গেছে তোমার গুটির জবাব
ফোকলা দাতের কুৎসিত হাসি আবার আয়নায় দেখো
ভেবেছিলে কি থেমে গেছি আমি
খেলা সবে শুরু হলো
হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আমি
গুটি চেলে খেলে দিয়ে হতে চাও
সবার চোখে দামি
সম্মান কি টাকা দিয়ে মেলে
সবাই কি বোকা নাকি
চোখের সামনে তুমি বস পিছনে হাসাহাসি
ভেবেছিলে রাখবে আটকে আমায়
কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে
মনে রেখো দিন বদলায়
নতুন সূর্যের উদয়, পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়
আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ
দেখবে তোমার চেহারা সব মানুষ
নর্দমায় হারাবে তোমার গুটি
আমি নতুন প্রজন্মের কবি
হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আবারো
বয়স তো কম হলো না
পরকাল নিয়ে ভাবো
অনেক তো হল গুটিবাজি করবে আর কত হালুম আজ হয়ে গেছে বেমালুম
হা-হা হাসির পাত্র
আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন আমি তোমার চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম
মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা তো এখন পায়ের নিচেই গুটি চালতে এখন কেমন লাগে
Vocal,Bass-Bassbaba Guitar,Piano-Shishir Drums,Guitar-Mark
Wednesday, 13 July 2016
Monday, 4 July 2016
Valobasar Ei dine By D rock star Shuvo
স্বপ্ন মাখা রাতের শেষে
ভোরের আলোর এই আবেশে
ছুয়ে দাও, দাওনা কেন তুমি কাছে এসে
তোমায় গড়ি আমি নিজের মত
মনের ভিতর জমে গল্প শত
দূরে দূরে ভাল থাকবো কত
নাওনা এবার আমায় জেনে
আজ তোমায় আমি বলতে যে চাই
তোমার সাথে পথ চলতে যে চাই
আমায় কাছে তুমি নাওনা টেনে
ভালোবাসার এই দিনে........................♫♫
পেজের ফ্যানদের জন্য এক্সক্লুসিভ ট্র্যাক "ভালোবাসার এই দিনে"।
ডি-রকস্টার শুভ'র গাওয়া।
বেশ ভাল লাগার মত গান।
লিসেন, এনজয় এন্ড শেয়ার
Song: Valobashar Ei Dine
singer: Shuvo
ভোরের আলোর এই আবেশে
ছুয়ে দাও, দাওনা কেন তুমি কাছে এসে
তোমায় গড়ি আমি নিজের মত
মনের ভিতর জমে গল্প শত
দূরে দূরে ভাল থাকবো কত
নাওনা এবার আমায় জেনে
আজ তোমায় আমি বলতে যে চাই
তোমার সাথে পথ চলতে যে চাই
আমায় কাছে তুমি নাওনা টেনে
ভালোবাসার এই দিনে........................♫♫
পেজের ফ্যানদের জন্য এক্সক্লুসিভ ট্র্যাক "ভালোবাসার এই দিনে"।
ডি-রকস্টার শুভ'র গাওয়া।
বেশ ভাল লাগার মত গান।
লিসেন, এনজয় এন্ড শেয়ার
Song: Valobashar Ei Dine
singer: Shuvo
Mon Doriya By Papon and Dola
ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
....................................................
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
গীতিকারঃ Asif Iqbal
সঙ্গীতায়োজনঃ Adit
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
....................................................
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
গীতিকারঃ Asif Iqbal
সঙ্গীতায়োজনঃ Adit
ভালবাসতে জানি না(Album-ক্যানসারের নিশিকাব্য,Word & Tune-Bassbaba)
মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায়
জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায়
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়,কার কথায় আমার এ ঘুম হারায়
আমিতো একা একাই চলি পথ
কেউতো মোর আপন নয় সবাই যেনো পর
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু তুমি থাকো যখন আমার পাশে
আমার কেনো এমন লাগে
সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে
দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়
কার ছবি দেখি চোখের এই কোণায়
আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু যখন তুমি থাকো আমার পাশে
আমার কেনো এমন লাগে
Vocal,Bass- Bassbaba Guitar-Shishir Drums-Mark
জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায়
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়,কার কথায় আমার এ ঘুম হারায়
আমিতো একা একাই চলি পথ
কেউতো মোর আপন নয় সবাই যেনো পর
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু তুমি থাকো যখন আমার পাশে
আমার কেনো এমন লাগে
সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে
দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়
কার ছবি দেখি চোখের এই কোণায়
আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু যখন তুমি থাকো আমার পাশে
আমার কেনো এমন লাগে
Vocal,Bass- Bassbaba Guitar-Shishir Drums-Mark
Subscribe to:
Posts (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...