Monday 3 April 2017

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার
কেন ভাব সে ঘোর কাটবেনা আর
যতই স্রোতের হোক সে নদী অপার
আমাদের থেকে জোর কে পারে সাঁতার
তফাৎ অনেক আছে জানি আছে দূরত্ব
প্রমান তো ভাই করেছি আগেও সব থেকে সত্য
সবাই আমরা এক রকম না
সব মিলে তবু এক
আবার যখন ডাক এসেছে
পথেই নেমে দেখ...
ডাক এসেছে শোনো
এক সুরে আজ আওয়াজ উঠাও
এক পতাকা তোল.....................♪♫♪
এক পতাকা তোল (Robi Music Anthem)

Chile kothar Shepai by Artcell

যা দেখ যা দেখ না
ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুন পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ
শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে
সন্মোহিত সময়ে
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূ্ন্যতার ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
সপ্নময় ঘুমে নয়
শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়.........................

Karma by Koushik

আজ এই দিনের শেষে, তুমি এলে ভীনদেশে
হলুদ আলোর খোজে, নীল ধূসর এই দেশে
তাই দিন হোক বা হোক রাত
জন্মান্তরের এই সংঘাত
বিচারাধীন শেষ রাতের ঋন
রুপকথা অপরাধ
কোন কর্মা লিখেছে
তোমার আমার ফিরে আসার রাস্তায়
ফিরে চাওয়ার শত ঠিকানায়
ফিরে পাওয়ার শেষবার দেখায়
ধীরে আসা ভীরু ভবিষ্যত
নিয়ে শপথ বেছে নেয়া পথে
এই সেই কর্মা............এই সেই কর্মা......।

Tumi By Rokon

একটা বিকেল ধরে
নীল সাগরের ঐ পাড়ে
যেথা আকাশ নেমে আসে
তখন মনের দুয়ার খোলে
তোমার এলো চুলে ভুলে
মন পড়তে পারো নাকি
নীল পদ্ম ফোটা ফুলে...

Friday 25 November 2016

Poth by Minar Rahman

 Poth (Full version)
হঠাৎ চমকে দেখি ধুসর প্রহেলিকা
অবাক থমকে দেখি মোহের মরিচিকা
আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে
কিছু রাত কিছু দিনের ভিড়ে
কিছু সন্ধ্যা কোন অবুঝ দুপুরে
তবু শেষ বিকেলের প্রহরে হারিয়ে
কোথায় সব স্মৃতির কবিতা
সব সুরের আজ ঘরে ফেরা
আমি মিশে যাব আজও হায় জড়িয়ে......♫♫

প্রতি ঈদেই ফ্যানদের জন্য এক্সক্লুসিভ কিছু রাখি।
আপনাদের জন্য এই ঈদের বেস্ট উপহার মিনারের "পথ" ফুল ভার্সান !
মার্চ মাসে গানটার হাফ ভার্সান শেয়ারের পর প্রচুর মেসেজ পেয়েছি ফুল ভার্সানের জন্য। ফ্যানদের আক্ষেপ দীর্ঘ থেকে দীর্ঘতরও হচ্ছিলো।
আশা করি এবার মন ভরে গানটা শুনতে পারবেন।
Name: Poth (Ice Cream Movie)
Lyrics,tune & Singer: Minar Rahman
Music: Sajid Sarker

Bristi by Armeen Musa

শুরু আজ নতুন পথ মধুর
হৃদয়ে বাসনা বিধুর
জানিনা কেন মনও অধীর
ছুয়ে যাই তোমায় খুজে নিই
বৃষ্টির ফোটায় ফোটায় পড়ে
নিঃশ্বাসে তোমার ফুল
নিয়ন আলোর ছায়ায় বলো
কিভাবে হবে ভুল
আজ প্রান চলেছে সুদূর
শুরু আজ নতুন পথ মধুর
হৃদয়ে বাসনা বিধুর
জানিনা কেন মনও অধীর
ছুয়ে যাই তোমায় খুজে নিই...........♫♫
আরমিন মুসা অনেকদিন পর একটা ভালো গান উপহার দিলেন। বৃষ্টির দিনগুলোতে এই গানটা শ্রোতাদের নস্টালজিক করে দেবে। চমৎকার গায়কির সাথে কিছু চমৎকার কথার মেলবন্ধন। গানটার কম্পোজিসান করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
আইসক্রিম মুভির গান। রুচিশীল গানের শ্রোতাদের ভাল লাগবেই।
Song: Bristi
Singer: Armeen Musa
Composer: Fuad
Movie: Ice-cream

Dhire dhire by habib

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষন রও না সময়
একটু পরে যাও.........

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি আর অনেক কাঁদা
তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে
করবো একটু বাড়াবাড়ি
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষন রও না সময়
একটু পরে যাও......
গানঃ ধীরে ধীরে
কথাঃ অনম বিশ্বাস
সুরঃ, সংগীত এবং কন্ঠঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ আয়নাবাজি

Eto prosner chorachori (Rock version) by Adit & Towfique Ahmed

এত প্রশ্নের ছড়াছড়ি
উত্তর কেন মেলেনা
অশ্রু প্লাবনে কেন আগুন জ্বলেনা
এত স্বপ্নের হাতছানি ধরতে সবাই পারেনা
কানামাছি কে জানে
কেন পিছু ছাড়ে না
লাভ কিছু ঘটে যায় কার ইশারায়
রক্তের হলি খেলা কার ইশারায়
জীবনটা এলোমেলো কার ইশারায়
চারিদিকে হায় হায় কার ইশারায়
হে মহান শক্তিমান! তোমার কাছে চাই পরিত্রান!
হে মহান শক্তিমান! ঝড়ের আঘাতে জ্বালাও প্রান!

.................................................................................
Song: Eto prosner chorachori (Rock version)
Singer: Adit & Towfique Ahmed

Chatok pakhi (Lalon song) by Arnob

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।।

মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে।
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে................♫♫
Song: Chatok pakhi (Lalon song)
Singer: Arnob
Movie: Kalkata calling

Khoj by Minar Rahman

জানিনা আমি কে তুমি
থাকো কোথায়?
অচেনা থেকেই মিশেছো ভাল লাগায়
আছি আমি তোমার খোজে
জানিনা পাবো কিনা খুজে
পৃথিবীটা গোল দেখা হতে পারে
আছি আমি সেই আশায়
বাচিয়ে রেখেছেে এই আশাটা
এখনো যে আমায়..............♫♫

Song : Khoj
Singer : Minar Rahman
Music : Rezwan Sheikh
Lyricist : Snahashish Ghosh
Telefilm: Feelings

Bhul Bhalobasha by Tahsan

মাঝে মাঝে এই আমি
অন্য আমি হয়ে যাই
নিজের ছায়া আড়াল করে
অন্য ছায়া ছুতে চাই
জানি এই আবেগ মিথ্যে
ঘুরপাক শুন্য বৃত্তে
ভুল ভালোবাসায় নিজেকে ভাসাই ডুবাই........♫♫

Name: Bhul Bhalobasha
Singer: Tahsan
Lyrics: Robiul Islam Jibon
Music Composer: Arafat Mohsin
Film: IceCream

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...