Monday, 23 April 2012

Amar Ontor(আমার অন্তর) By Adhar From The Album Adhare Opshori

Tags: , , ,
0



শিরোনামঃ আমার অন্তর
কথাঃ হীমেল/নোপেল
কন্ঠঃ নোপেল/তমাল
সুরঃ হীমেল/নোপেল
ব্যান্ডঃ আঁধার
অ্যালবামঃ আঁধারে অপসরী


আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।
প্রথম যখন, দেখেছি আমি তোমায়
প্রতি রাতে ভাবি, শুধু যে তোমায়।
স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে
তুমি হবে শুধু আমারই।
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।
আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...