Monday, 23 April 2012
Dolil(দলিল) By Belal Khan/Nancy From The Movie Khuti
শিরোনামঃ দলিল
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ বেলাল খান/ন্যান্সি
সুরঃ বেলাল খান
সঙ্গীতঃ বেলাল খান এবং ফারুক আহমেদ সুমন
পরিচালকঃ সাইফুর রুবেল
মুভিঃ খুঁটি
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায় কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো, থেকো জনমভর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment