Monday, 23 April 2012

Chotto Asha(ছোট্ট আশা) By Ayon Ft. sHOPNOLOK@oV From The Album From Your Valentine

শিরোনামঃ ছোট্ট আশা
কন্ঠঃ  sHOPNOLOK@oV
কথাঃ  sHOPNOLOK@oV
সুরঃ  sHOPNOLOK@oV
কম্পোজারঃ  Ayon Chaklader
অ্যালবামঃ From Your Valentine

হয়তো তুমি ভুলে গেছো আমায়
আমি ভুলিনি তোমায়
হয়তো তুমি ভাবছো না আর আমায়
আমি ভাবছি যে তোমায়
আমি ভাবছি যে তোমায়(২)
ছোট্ট ছোট্ট আশা
তোমায় ভালোবাসা
অবুঝ সে ভাষা
তোমার কাছে আসা
তোমার চোখের মায়ায়
আমি হারিয়ে যেতে যে চাই
তোমার মাঝেই আমি
খুঁজে নিয়েছি পৃথিবী
যতদূরেই থাকো না কেন
ভালোবাসি তোমায় জেনো
ভালোবাসি তোমায় জেনো
স্বপ্নপ্রেমী মানুষ যারা
স্বপ্ন খুঁজে ফেরে তারা
তাদের জন্য স্বপ্নলোকের এই ধরা
আজ তাই তোমার হাতটি ধরে হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে চাই অমর্ত্যলোকে
আজ ভালোবাসার দিনে
ফিরে ফিরে বলতে আসি
ভালোবাসি বন্ধু তোরে
আরো বেশী ভালোবাসি(২)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...