Monday, 23 April 2012

Dokhina Hawa(দখিনা হাওয়া) Partho Borua

undefined



শিরোনামঃ দখিনা হাওয়া
কন্ঠঃ পার্থ বড়ুয়া
দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও
একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও
শহরতলীতে এমনই রাতে বেজেছে সানাই কত
সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায় বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও
দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...