Monday, 23 April 2012

Ghum Gari(ঘুম গাড়ি) By Arnob From The Movie Deep Nebhar Age


শিরোনামঃ ঘুম গাড়ি
কন্ঠঃ অর্নব
মুভিঃ দীপ নেভার আগে
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)
শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী (২)
স্বাধের সংসার পিছে থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি
ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)
জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...