Friday, 16 December 2011

Gaanwala(Album-Boka manushta,Voice-Bassbaba,Composer-Bassbaba,Artist-:Sumon O Aurthohin)***Lyrics-Chintu

আমি গানওয়ালা গানে গানে দিন কাটায়
গায়তে পারিনা গলাটাও  যাচ্ছেতাই
ছয়টি তারে তোমাদের মন মাতায়
স্বরলিপি কোথাও যে নেই কাদায়।

ঐ দূর বহুদূরে আমার কবি
তার মনের ক্যানভাসে আকা আমার ছবি
বহুদিন পথ চেয়ে বসে থাকা
তার মনে আনমনে আমার ছবি আকা।

আমি গানওয়ালা গানে গানে দিন কাটায়
আমি গানওয়ালা তোমাদের মন মাতায়

বৃষ্টি'ত ঝরে চলেছে আমার ছিন্ন আধার ঘরে
মনের আলোর ব্যার্থতা উষ্ণতা সে রাখবে ধরে
ওর আবার গেয়েই যায় ছুটে যায় শুধু তারই পানে
হয়ত'বা এ গান আমার রবেনা কারও মনে

তবু আমার সেই কবি যতনে রাখবে সবি
রংধনু ভেজা চোখে আমার কবি
গোধূলী রাঙ্গা পথে আমার প্রতিচ্ছবি
আর কত গোধূলী আধার হবে
স্বপ্নে বোনা প্রহর শেষে ভোর হবে

আমি গানওয়ালা গানে গানে দিন কাটায়
আমি গানওয়ালা তোমাদের মন মাতায়

আমি গানওয়ালা গানে গানে দিন কাটায়
আমি গানওয়ালা তোমাদের মন মাতায়

আমি গানওয়ালা ।।
আমি গানওয়ালা।।

ঐ দূর বহুদূরে আমার কবি.........।


No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...