শেষ হলো রাত আমার র্দীঘশ্বাসের
ছিলো না চোখে ঘুম শুধু অশ্রু নিয়ে
পুরনো গিটারটা সাথে করে
যাচ্ছি চলে এই শহর ছেড়ে
ছিল ভালোবাসা আমার এই শহরে
চলে গেছে সে আমায় ফেলে
ছিল কত স্বপ্ন ছিল কত আশা
নীল ঐ আকাশ আর নতুন কবিতা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
চোখ চলে যায় আমার স্মৃতির পাতায়
ছিল কত সুর ঐ নীল জোসনায়
স্বপ্ন ছিল কত মোর দু'চোখে
হারিয়ে গেল তা অশ্রু হয়ে
লিখেছিলাম গান তোমায় নিয়ে
ঐ নীল পাহাড়ে যাব দু'জনে
শেষ হবে সব দুঃখ সেথা তোমার আমার
কিন্তু যাচ্ছি আমি আজ শুধুই একা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ
উঠব আমি আজ
উঠব আমি আজ
ঐ নীল পাহাড়ে
solo#Piklu 3:24-4:02
ছিলো না চোখে ঘুম শুধু অশ্রু নিয়ে
পুরনো গিটারটা সাথে করে
যাচ্ছি চলে এই শহর ছেড়ে
ছিল ভালোবাসা আমার এই শহরে
চলে গেছে সে আমায় ফেলে
ছিল কত স্বপ্ন ছিল কত আশা
নীল ঐ আকাশ আর নতুন কবিতা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
চোখ চলে যায় আমার স্মৃতির পাতায়
ছিল কত সুর ঐ নীল জোসনায়
স্বপ্ন ছিল কত মোর দু'চোখে
হারিয়ে গেল তা অশ্রু হয়ে
লিখেছিলাম গান তোমায় নিয়ে
ঐ নীল পাহাড়ে যাব দু'জনে
শেষ হবে সব দুঃখ সেথা তোমার আমার
কিন্তু যাচ্ছি আমি আজ শুধুই একা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ ঐ নীল পাহাড়ে
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোন চেনা মুখ যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খুজে
উঠব আমি আজ
উঠব আমি আজ
উঠব আমি আজ
ঐ নীল পাহাড়ে
solo#Piklu 3:24-4:02
No comments:
Post a Comment