Friday 16 December 2011

Sostha Shopno(Album-Trimatrik,Voice-Bassbaba,Composer-Bassbaba,Artist-Aurthohin)

আমার সস্তা সপ্নের এপিঠ ওপিঠ
ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টের অতীত
মোর্চে ধরা ভঙ্গুর এই জানালার শিক
তবুও বন্দী আমার এই বিবেক রসিক

সবকিছু ভেঙ্গেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মত আমার লিরিক

আমার নোংরা পায়ে শ্যাওলাধরা
শুকনো মাটির উপর পিছলে পরা
সোনার বাধানো দাঁতে লজেন্স পোকা
শূন্য বাড়ির দরজায় আলতো টোকা


সবকিছু ভেঙ্গেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মত আমার লিরিক

নখের ময়লার মত আমার হৃদয়
কেটে ফেললেই চলে গেল তবু আবার উদয়
তবুও মনে জাগে উদ্ভট আশা
তবুও মনের কুঠুরীতে আছে ভালোবাসা


সবকিছু ভেঙ্গেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মত আমার লিরিক


Solo-Bassbaba 3:32-3:54


No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...