Friday, 16 December 2011

Jodi Kono Din(Album-Aushomapto 1,Voice & Compose-Bassbaba)

Jodi Kono Din(Album-Aushomapto 1,Voice & Compose-Bassbaba)

by Bassbaba's Lyrics on Thursday, September 22, 2011 at 12:18am
যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলি যা ছিল তোমায় জন্য
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলি যা ছিল তোমায় নিয়ে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে
আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে

আসবো ফিরে তোমার কাছে
চোখের ঐ জল মুছে দিতে


নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে
আসবো ফিরে তোমার কাছে
চোখের ঐ জল মুছে দিতে


আসবো ফিরে তোমার কাছে
চোখের ঐ জল মুছে দিতে

আসবো ফিরে তোমার কাছে
চোখের ঐ জল মুছে দিতে

 Solo# 3:08-3:22(Bassbaba)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...