Friday, 16 December 2011

Jokhon Charidike(Album-Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba)

যখন চারদিকে নেমে আসে আধাঁর
চলে এসো তুমি খোলে মেঘের দুয়ার
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা

যখন সুরের মাঝে আমি তোমায় খুজি
কোন এক অজানা ভুবনে হারিয়ে যাই আমি
কেউ বুঝে না আমার এই সুরের ভাষা
শুধু আমি গেয়ে যাই নিয়ে বুক ভরা ভালোবাসা


আমার গানের ভাষায় যে শুধু তোমারই ছায়া
আমার বুকের মাঝে যে শুধু তোমারই কথা
মন শুধু বলে যায় তোমার কথা যে
হয়তোবা তুমি আমার এই গান শুনবে
কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা




কেউ জানবে না তোমার ফিরে আসা
শুধু আমি দাঁড়িয়ে থাকবো নিয়ে বুকভরা ভালোবাসা

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...