Friday, 16 December 2011

Jante Icche kore(Album-Notun Diner Michile,Voice & Compose-Bassbaba,Artist-Aurthohin)

নিশ্চুপ চারিদিক বসে আছি ছাদে একাকী
জোসনায় হিমেল হাওয়ায় তোমার কথা ভাবি
এভাবেই কেটে যায় কিছু সময়
নিয়ে চোখে পানি
হয়তো মেঘের ভেলায় ভেসে
দেখছো আমায় তুমি
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
তোমার মুখের মিষ্টি হাসি এখনো চোখে ভাসে
কত কবিতা কত গান তেপান্তর নিয়ে
তোমার কথা ভেবে ভেবে দেখি আকাশটাকে
মাঝে মাঝে আকাশটাকে ছুতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি


জানতে ইচ্ছে করে আমার
তোমার সব ব্যাথা
অপারের জগৎটাকে হবে কি কভু দেখা
তোমার জগতে অধিক সন্ধ্যাতারা
তোমার জগতে বয়কি ঝরনাধারা
তোমার জগতে কেউকি শুভ্রহারা
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি



সুর আর আসে না
ফুল আর ফুটে না
পাশের বাগানটাতে
চলে গেছ তুমি আমায় ফেলে
মেঘের অপাশটাতে
জানতে ইচ্ছে করে আমার
কেমন আছ তুমি?
প্রতি রাতে আকাশপানে তোমাকেই খুজি
জানতে ইচ্ছে করে

*****************
Vocal/Bass-Bassbaba
Guitar-Piklu
Drums-Shuvo
*****************

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...