Friday, 16 December 2011

Mone Koro(Album-Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba)

মনে কর কোন এক শীতের রাতে বসে আছো তোমরা
কজনা বন্ধু মিলে স্মৃতির দুয়ার খুলে হারিয়ে যাও কোথাও
কেটে যায় রাত হাসি আর গানে অজানা অনুভবে
ফিরে যাও তোমরা সেই সোনালী দিনে
সেই সোনালী শৈশবে


মনে কর কোন এক শীতের রাতে বসে আছো তোমরা
কজনা বন্ধু মিলে স্মৃতির দুয়ার খুলে হারিয়ে যাও কোথাও
কেটে যায় রাত হাসি আর গানে অজানা অনুভবে
ফিরে যাও তোমরা সেই সোনালী দিনে
সেই সোনালী শৈশবে



তবুও তোমাদের মাঝে
বসে আছে কেউ নিঃসঙ্গতা নিয়ে
তোমরা তো কেউ তাকে জানো না
তোমরা তো কেউ তাকে বোঝো না

মনে কর
মনে কর কোন এক শীতের রাতে বসে আছো তোমরা
কজনা বন্ধু মিলে স্মৃতির দুয়ার খুলে হারিয়ে যাও কোথাও
কেটে যায় রাত হাসি আর গানে অজানা অনুভবে
ফিরে যাও তোমরা সেই সোনালী দিনে
সেই সোনালী শৈশবে
মনে কর.......মনে কর........মনে কর

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...