Friday 16 December 2011

Ghumparani Gaan(Album-Boka Manushta,Voice-Bassbaba & Aurora,Composer-Bassbaba Artist-Sumon O Aurthohin)

ঘুম পারানি মাসী পিসী
মোদের বাড়ি যেও
খাট নাই পালঙ্ক নাই
চোখ পেতে বস
বাটা ভরা পান দিব
গাল ভরে খেও
বাবার চোখে ঘুম নাই
ঘুম দিয়ে যেও(Arora)

চেয়ে দেখ আকাশে আধারেরই মাঝে
হাসছে তারা গুলো তোমায় দেখে
হয়ে গেছে কত রাত সবাই যে ঘুমিয়ে
গাইছি আমি গান তোমারি জন্যে

ঘুম যদি না আসে ভেব তুমি আমায়
শুনাব গল্প ঘুমপাড়ানি গান
হারিয়ে যাবে সব মনেরই কষ্ট
আড়াল থেকে মুছে দেব ভেজা চোখ
আমার এই গানটা নিয়ে যাবে তোমাকে
স্বপ্নের দেশে; যেথায় আমি দাঁড়িয়ে
শুনাব গল্প তোমায় সেখানে
মুছে যাবে শুন্যতা তোমার হাসিতে
নির্ঘুম দুচোখে শুনে তুমি এই গান
মনে কর আমাকে;ফিরে পাব আমি প্রান
জানি আমি একদিন বড় হবে তুমিও
ঘুচে যাবে আমারো মনের কষ্ট
আমার এই গানটা নিয়ে যাবে তোমাকে
স্বপ্নের দেশে যেথায় আমি দাঁড়িয়ে
শুনাব গল্প তোমায় সেখানে
মুছে যাবে শুন্য হাত তোমার সেই হাসিতে


যদি কখনো যাও ভুলে আমাকে
ছুতে পারনা যদি ঐ হাতটা
আধাঁরেরই বসে তবে বল নিজেকে
ঐ দেখ আকাশময়

বাবার চোখে ঘুম নাই

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...