Sunday, 25 March 2012

aurthohin's[band] biography

In 1993 Sumon quit 'Feelings' and started to work on his first solo project "SUMON O' AURTHOHIN". One of the most exciting parts of the album was the song with eight of the finest heavy metal guitarists in town! There were twenty eight guitar/bass solos in that song, and the name of the song was 'Aurthohin'. The history was made!

Though work on the album was done long time ago, it was finally released in Eid of 1997. People liked the album which also got positive review from the critics.

Sumon was planning to form a band. Titi & Sentu of 'Faith' came along to help him. With some other musicians Sumon started performing under the name "Sumon O' Aurthohin", same as the album. The band was born!

Titi & Sentu had to leave the band in October'97 as they had to make time for their own band Faith. Rumie the jubilant drummer left his band 'The Trap' & joined. Sumon changed the name of the band to 'Aurthohin'. Zubair & Adnan left the band few months later. Until now, the band's sound was more 'unplugged'. To bring more variety to the sound, Shovon came in as a guitarist & vocalist.

Meantime, After playing for a year in 'Maqsood O Dhaka', Piklu left the band & also joined Aurthohin in 2000. Aurthohin started the recording of their debut album in April. Shovon took a break from the band for educational purposes. Tonmoy also left the band. Ponir, who used to be the guitarist of 'The Gnomes' of Niloy Das, joined Aurthohin. Ponir left the band. Rassel, the vocalist/guitarist of 'Winning' joined the band in 2000, Aurthohin's debut album 'Trimatrik' had been released. Album was a big hit! Sumon's name got enlisted in the Warwick's 'Famous Users' List'. He was the first asian musician who got into that list!

Rumie & Rassel left the band. Shuvo.... the ex-drummer of Jolly Roger/ Phycho Death/Death Row joined the band end of 2001. Aurthohin started the work of their 2nd album on the 17th of November & released it on the 10th of December 2001 under the label of G-Series. Apu, the keyboardist of 'Triloy', started playing with the band as a guest member. 2nd album 'Biborton' was released! One of the best selling band albums of the country!

Imtiaz of 'Kronic' joined the band as a guest vocalist & Rhythm Guitarist. Aurthohin has released their 3rd album "Notun Diner Michhile" from G-Series on the 29th November 2001 which includes a 28 minute long progressive metal song (the longest song of Bangladeshi band music history)

Imtiaz & Apu left the band. Aurthohin decided not to take any more guest members. Shishir of dNA joined the band as the new keyboardist & guitarist. Suddenly, the band faced the biggest problem ever! Sumon got ill. Doctor told him that he won't be able to sing like before. Sumon had to stop singing most of the metal songs. Aurthohin decided to take a new vocalist. Rafa (the drummer of Kral) joined the band as the vocalist & guitarist. Aurthohin's 4th album 'Dhrubok' got released.

Due to Sumon’s illness the band stopped almost all the gigs. End of 2004 Piklu left the band. Sumon got the affiliation from MTD (Michael Tobias Design).

In January 2005 Sumon’s jaw got dislocated! Doctor told him to stop singing permanently! Chances of recovery were very low! Aurthohin stopped all activities. Sumon & others were planning to disband Aurthohin!!

Suddenly things started to change! Sumon was getting well! Doctor said it was a miracle!

In June 2005 Sumon started to sing again & offered Kamal (Ex-Guitarist of Warfaze) to play as a guest member. Kamal took the offer. A few months later Kamal joined as a permanent member! Aurthohin started to do the gigs again! The band also started the work of their 5th Album 'Aushomapto'... but the band didn't know that the biggest disaster was on it's way! Sumon got ill again! This time it got more serious! Aurthohin stopped almost all the activities again! He went abroad for his treatment. Doctors were suspecting something pretty bad but the grace of Allah, Bassbaba recovered! Meanwhile Shuvo had to leave the band for his personal reason. Rafa took the throne. Aurthohin started to do gigs again. Right now they are working on their upcoming album 'Aushomapto'.

kicukkhon by hyder hossain

একটু মিনতি
রাখো মোর নয়নে নয়ন
কিছুক্ষণ !
এলো বিদায়ের তিথি
তাই এই মিনতি
কিছুক্ষণ ...

মধুময় এই নয়নের মায়ায়
তোমাতে আমাতে যে কথা হয়
রয়ে যাবে স্মৃতি,
হয়ে হারানো দিনের গীতি !
কিছুক্ষণ ...

গেয়ো গান
কথা আর সুরে
মনের প্রীতিটুকু নিয়ে
না পাওয়ার বেদনায় জাগবে যখন রাতি
কিছুক্ষণ ...
এলো বিদায়ের তিথি
তাই এই মিনতি
কিছুক্ষণ ...

Sunday, 18 March 2012

Amader Gaan(Album-Shopno Gulo Tumar Moto,Voice-Bassbaba,Artist-Sumon)

দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার র্স্পশ মাখো

ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে
লাটাই নিয়ে খেলো
অনেক গুলো কথার পরেও আমার কথাই বলো
তুমি আমার সাথেই চলো
তুমি আমার আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো

লা লা লালা
লা লা লালা

যত বারই ভাববে তুমি
পালিয়ে সরে যাবে
অনেক গুলো পথের পরেও আমার দেখাই পাবে
তুমি আমার সাথেই রবে
তুমি আমার কথাই কবে
তুমি আমার সাথেই রবে




দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো


ekta chad cara rat

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।

খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা

amar sathe ay by cryptic fate

গানঃ আমার সাথে আয়, অ্যালবাম: শ্রেষ্ঠ
cryptic fate


 
প্রথম যেদিন তোকে দেখি আমার মন ভরে গেছে
সারাক্ষন ইচ্ছে করে তোর সাথে থাকতে
ধারনা ছিল নিজেকে নিয়ে সারাটি জীবন ব্যস্ত রব
ধারনা ছিল আমার মনের মিল কখনো খুজে না পাবো

তোকে যখন খুজে পেলাম আমি
মনে সেদিন থেকে সবই রঙীন
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

তুই আর আমি যখন একই সাথে
বিশ্বটাকে তখন ঠিকই লাগে
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্ট আমি করব।

তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

dak diecen doyal amare by andru kishore

শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

hoi hoi kando by james

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পাল হবে দেখে যা দেখে যা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

ki kori ami by band bangla

শিরোনামঃ কি করি আমি
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়
গীতিকারঃ শচীন দেব বর্মন

বৃন্দাবনের মধুবনে এখন কোনো মধু নাই
বৃন্দাবনের যত মধু নিয়ে গেলেন রাই গো রাই
ব্রজেশ্বরীরাই কিশোরী, আইনা দে আইনা দে রে
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

বল রে সুবল বল দাদা
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

আমি দোষ দিব না কাউরে
দোষ দিয়া কি হবে রে
কপালে যা লেখন ছিল তাইতো ফলে গেলোরে
ব্রজেশ্বরীরাই কিশোরী, আইনা দে আইনা দে রে
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

amra golam by BanglA MentaLz

কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে?
BanglaMentalZ র্যাপ
ছাড়তেসে খাঁটি বাংলাতে!
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা তিন দিক
দিয়ে বাংলাদেশ
ভারতে ঘেরা সাবধানে থাইকো বাঙ্গালী খুব খারাপ
ওরা গুলি খাইবা ক্রস করলে কাঁটাতারের বেঁড়া...
বিশ্বসভায় ভারত এখন মহাশক্তিধর বাংলাদেশের
নীতি একটাই জ্বী হুজুর হুজুর কর মুম্বাই, চেন্নাই,
দিল্লী সব আধুনিক শহর
সেখানে জ্যামে পইরা থাইমা আমগো ঢাকা শহর...
সব জায়গায় সব ক্ষেত্রে ওরা আগায় আর
আমরা পিছাই আমরা ভাষনটা দেই চরম,
আড্ডাতে ঝড় উঠাই হিন্দি ভাল্লাগেনা কথাটা বার
বার বইলা যাই এক লাখ টাকার টিকিট কিন্না শাহরুখ
খান নাইট দেখতে যাই...
ফ্রীতে ট্রানজিট দিয়া দিলাম, বদলে কিছু পাইলাম
না তিস্তা, ফারাক্কা বাঁধের কোন সমাধান হইল
না ওদের দিয়া দিলাম সবই, পানিটাও পাইলাম
না এইসব দেইখা mentalZ হওয়া ছাড়া উপায়
থাকে না...
কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে? BanglA
MentalZ র্যাপ ছাড়তেসে খাঁটি বাংলাতে!
দেখ হলিউড বলিউড মিলে মিশে একাকার আমার
ঢালিউডে পাইরেছি আর অশ্লীলতার বাহার
আমগো সবার রক্তে মিশে গেছে হিন্দি কালচার
কিন্তু,
খুবই সমৃদ্ধ সংস্কৃতি আছে এই বাংলা মাতার...
আমরা সব জায়গায় খালি ওদের কপি করি এদেশে কেন
বাজবে তেরি মেরি মেরি তেরি? গুলশান
বনানি থেইকা খিঁলগাও বস্তিতে হিন্দি গান কেন
বাজে হাছন লালনের দেশেতে?
ওদের তোষামোদি ছাড়া আমরা কিছু
পারি না ফ্রীতে গ্যাস দেই ওদের আর আমরা গ্যাস
পাইনা বাঙ্গালী স্বত্তা কেন আমাদের জাগ্রত
হয়না? স্বাধীন জাতি আমরা নামে শুধু, কামে কিছু না
সনি, জি টিভি কেন চলে সবার ঘরেতে?
বাংলাদেশি চ্যানেল কেন চলে না ইন্ডিয়াতে?
ওরা দেখে আমাদের গোলামের
দৃষ্টিতে জানিনা কবে জ্বলে উঠবো আমরা আপন
শক্তিতে??
কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে? BanglA
MentalZ র্যাপ ছাড়তেসে খাঁটি বাংলাতে!
বাংলাদেশ!
৪০ বছর হছে স্বাধীন হইছ বাংলাদেশ!
এখনওস্বাধীনতা কি বুঝলা না বাংলাদেশ!
ইন্ডিয়ার গোলামী থেইকা এখনও নিস্তার
পাইলা না বাংলাদেশ!
আগে ছিলা পাকিস্তান বাংলাদেশ!
এখন হইছ হিন্দুস্তান বাংলাদেশ!
কী আর কমু তোমার কথা বাংলাদেশ!!!
এ জাতি হবার চেয়ে না হওয়াই ছিলো ভালো

spragan lyrics


কথা - তৌফিক আহমেদ (র‍্যাপ অংশ) ও আবদার রহমান (কোরাস)

শান্তি মেলেনা বাঁধা অবিরত, কান্না শুধু আজ আসে অহরহ, ঘুম আসেনা- ঘূণ ধরা এ শহর আরো কাঁদাও, জন্মাও তোমার গভীরে তাই, জেগে আছি দুর্ভাবনার আলোহীণ বাস্তবতায়।

সুপ্রিয় শ্রোতামন্ডলী, দেশ ও জাতি বহুকাল ধরে র‍্যাপ সংগীত শুনে আসছেন- বিগত পাচ/সাত বছর! ও মাইয়া কোমর দোলা, আমার কাছে আয় সুন্দরী গোত্রয়ী, কাইটা ফ্যালামু মাইরা ফ্যালামু এবং জাবর কাটা সংক্রান্ত সৃষ্টি গুচ্ছ।উফ চলনা, চলনা যাই ধানমন্ডি, গুলশান, বানানী। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের দর্শন কে জানাই সালাম! আর এদিকে আমিও চলছি আমার রীতিতে, বিশ্বাস করি- র‍্যাপ বা ক্ষ্যাপাগান যাই বলি তার জন্ম আর কোথাওনা বাউলেরই আখড়ায় !

Right so this time Adit bhai a.K.a Mr. Fatman and Ck TOFF.. presenting.. ক্ষ্যাপাগান

অজৈব ফন্দি ফিকির তামাশা, কালো টাকারই যিকির হতাশা! ভোটটা আবার তাকেই দিলাম আজব রীতি বিধির, নোটটা নিঃশব্দে পকেটে দেখিয়ে ভয়ভীতি, নগদে গরজে মেঘ ঘন বরষা, আমার সন্তান সুখে প্রবাসে টাকা খাচ্ছি সহসা, অতিশয় কাবু পীঞ্জরে বাংলা শব্দমালা, কলমের কালি ফুরিয়ে অনুভূতি শুধু ভেলা, আমি নিস্তেজ প্রতিবন্ধি শুধু পেয়েছি অবহেলা, বিপ্লবের স্বাদ পেয়েছি তাই হয়েছি ঘর ছাড়া, পুস্তক ভারে চলতে নাজুক স্কুল গামী শিশু, পালায় পালায় বদল ইতিহাস হায়রে একাত্তরের যীশু, ইসলামকে আঁকড়ে ধরি নেশা বানিয়ে ব্যবসা করি, নিজ খুশীতে ফতোয়া গড়ি লাগছে হাল্কা সুড়সুড়ি, মুক্তিযোদ্ধারা আজ বঞ্চিত মারছ তাদের পিষে - দ্যাখো বীরদর্পে পাকি দোসর নোংরা হাসি হাসে। তোমাদের আইনত অনর্থক ঘোচেনি দারিদ্র, শিক্ষিত বেকার ক্যানো কালোপথে রাজত্ব, ধরছে জাপটে নিজ লাভটা খুজছে নিজের দেশ দাবি সবার তাই রক্ত স্রোতে ভাসছে, পাগলটা তো ডাস্টবিনে বাসি খাবার খুজছে, শক্তি যার দুনিয়া তার যার আছে সে শুধু বাঁচবে । কি অস্বীকার করবে সবের গোড়ায় নোংরা রাজনীতি -রক্তে লাল রাজপথ ওই নষ্টা মূলনীতি, ছিন্নমূল সহযোদ্ধা বস্তিতেই খজে সম্বল, আমারাতো পাঁচ বেলা খাই আমাদের তাও পেতে অম্বল, রেললাইনে ঘুমায় শিশু কোটিপতির শেষ নেই, ধণতন্ত্র স্বাগতম গণতন্ত্রের লেশ নেই, সবিইতো ধোঁয়াটে মিশ্রবোধে পচচ্ছে, পিলখানার রহস্য ঘনীভূত হচ্ছে। ক্ষ্যাপাগানই থাকবে, ক্ষ্যাপাগানই বাজবে, সত্যবাণী দিয়ে যাবে ক্ষ্যাপাগানই জিতবে, সুস্থ মস্তিষ্কে অসুস্থ পরিবেশে অতৃপ্ত আত্মকথন ইতি টানি পরিশেষে.

মিউজিক - অদিত
কণ্ঠ - অদিত ও তৌফিক
অ্যালবাম - ফ্যনম্যাঞ্জ ইঙ্ক

ferari mon by sreya ghosal

শিরোনামঃ ফেরারি মন
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙ্গিন নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা হা আহা (২)

কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেনসিল জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

Fuad Ft Mouri Runaway

Say it's true, there's nothing like me and you
I'm not alone, tell me you feel it too

And I would run away
I would run away, yeah..., yeah
I would run away
I would run away with you

Cause I am falling in love with you
No never I'm never gonna stop
Falling in love with you

Close the door, lay down upon the floor
And by candlelight, make love to me through the night
(through the night, through the night...)

Cause I have run away
I have run away, yeah..., yeah
I have run away, run away
I have run away with you

Cause I am falling in love (falling in love) with you
No never I'm never gonna stop
Falling in love with you...
With you...

And I would runaway
I would runaway, yeah..., yeah
I would runaway (runaway)
I would runaway with you

Cause I am falling in love (falling in love) with you
No never I'm never gonna stop
Falling in love with you...

Falling in love (falling in love) with you
No never I'm never gonna stop falling in love with you

With you, my love, with you...
na ni na ni na na...
(With you, with you, with you, with you)

porichoy by shironamhin

শিরোনামঃ পরিচয়
কন্ঠঃ তুহিন
কথাঃ তুহিন
সুরঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা



দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়......

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা......
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়......
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়.........
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়.........

bangladesh by maksud

শিরোনামঃ বাংলাদেশ '৯৫
কথাঃ মাকসুদ
কন্ঠঃ মাকসুদ
অ্যালবামঃ প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
ব্যান্ডঃ মাকসুদ ও ঢাকা




নিজের দেশ.. হতে পারে এই গরিবের দেশ.. হতে পারে অবহেলিতের দেশ...
তবু যে আমার বাংলাদেশ...
সবুজ দেশে.. লাল টকটকে.. সূর্য উঠে... দোয়েল কোয়েলের গানের সুরে...
ভোরে আমার ঘুম ভাঙ্গে
বাংলাদেশ.. মা'গো যখন আমি তোমার কোলে.. মনে পড়ে কানে বলেছিলে
এদেশ তোমার দেশ ভালবাসার বাংলাদেশ
ধরে রেখো বুকের রক্ত ঢেলে সোনার দেশ
শত্রুর প্রলোভনে বিকীওনা ধরণীকে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

নিজের দেশ... এ আমার দুঃখিনী মায়ের দেশ
এ আমার নিপীড়িতের দেশ
তবু যে আমার বাংলাদেশ...

পুকুর পাড়ে.. পদ্ম ফুল আমি ফুটতে দেখে বিনার তারে শুনি বাউল সুরে ওই
ধন্য আমার জন্মকে
বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা এ বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনী মাগো তুমি ঘুমাও নির্ভয়ে

sagotom prithibi icc theme song

শিরোনামঃ স্বাগতম পৃথিবী
কথাঃ জুলফিকার রাসেল
কন্ঠঃ ইবরার টিপু, অর্নব, বালাম, এলিটা, মিলা, কনা
সুর ও সঙ্গীতঃ ইবরার টিপু

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে(২)

জয় দেখেছি প্রথম যেদিন
ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন
এলো মাথা তুলে

জয় দেখেছি সূর্য ওঠা
একাত্তুরের দিনে.......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

আমার আছে দিগ্বিজয়ী
দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে
সুন্দরীর প্রাচীর(২)

জয়ের নেশা বাংলাদেশের
হৃদয় গহীনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

সূর্য নিয়ে উড়ছে সবুজ
অবাক মানুষজন
কে শোনেনি আমার দেশের
বাঘের গর্জন(২)

লাল সবুজের এই পতাকা
যাচ্ছে নতুন দিনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

I witness victory today
We let go fear
I witness victory with Ekush
Proudly appears
I witness victory in the
Sunny days of 1971

O World, It's time
Let Bangladesh be known
O World, on this day
Accept our invitation

O World, it's time
Let Bangladesh be known
O world, it's time
Let our Cricket be known

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী এবার এসে
সবুজ দেশের ক্রিকেট নাও চিনে

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

Sunday, 11 March 2012

jonmodin

ajker akashe onek tara
din chilo shurje vora
ajker josonata aro shundor
shondhata agun laga
ajker prithibi toamr jonno
vore thaka valolaga
mukhorito hobe din gane gane
agamir shomvabonay
tumi ei dine prithibite eshecho shuveccha tomay
tai onagoto khon hok aro shundor ujjol din kamonay
Aj jonmodin toamr...


Happy Akhand

►►►►" আবার এল যে সন্ধ্যা শুধুই দুজনে".....by Happy Akhand



This classic song was sung by short lived Legendary POP singer Happy Akhand. His works survived by his brother Lucky Akhand, after his untimely death in 80s.

The Akhand Brothers (Lucky and Happy) created the hype in the music industry with their straight-down-the-line magnetic songs around early and late 70's.

Happy Akhand's "Abar elo je shondha" is a milestone and probably is one of the dearest songs ever produced. His premature death was a big blow to all the musicians who were influenced by Happy's passion for music and had now lost a pioneering figure of Bangla pop music.

On the other side, Lucky's "Ei Nil Monihar" is probably one of the best song ever composed. It stunned the nation with its powerful melody and inspired thousands of composers and music lovers alike.

MAY GOD BLESS HIS SOUL......


source : Wikipedia

Nemesis

সংগ্রাম আমি দেখিনি, তবে রক্ত কেন রটে
খলা আকাশে নিচে, কেন সে হাত পাতে - Nemesis
Genre : Rock
Members : Ratul - Bass
Zohad - Vocals and Guitars
Maher - Guitars and Vocals
Omayr - Guitars
Dio - Drums
Hometown : Dhaka, Bangladesh
Record Label : DLM

Nemesis is a Bangladeshi rock band which formed in 1999 by group of school friends. After a few changes in the line-up during the initial years, the band started to gain ground within Dhaka's local music scene with their fluent performances, as it settled on to a permanent line-up. This earned them a spot in a 'mixed album' compilation tagged 'Agontuk-2'. in 2003. Debuting with their first single 'Obocheton', Nemesis became an instant favorite among Dhaka's listeners which, in turn, led to a record deal with G-Series.

Onneshon, the debut album released in 2005, went on to become one of the major albums of that year. The album instantly stood out and generated a lot of attention with several of the songs proving to be major hits with the audiences. With the release of 'Dhushor Bhabona' (2006) and 'Joyoddhoni' the following year, Nemesis also earned mainstream recognition as both the singles went on to be included in the 'Radio Foorti Top 100 Singles'.

During the years following their debut in 2005, Nemesis had been engaged in numerous concerts and events largely concerning social awareness/issues amongst other relevant affairs. Of these, the events well worth a mention: ‘Say No To Drugs’ concert in Gulshan Youth Club (2008), ‘Save the Children’ and ‘Stand up Against Poverty’ concerts in the Dhanmondi Amphitheater (2009), ‘Vote for Sundarban’ concert at the Army Stadium organized by BAMBA (2010).

The band has also appeared in several corporate-sponsored events which include the 'Banglalink Music Festival', the successful series of Tribute shows sponsored by BAT as well as many other shows promoting different brands and products. In addition, the group has also proved itself successful in many different club shows with performances at the International Club, the American Club as well as appearance that highlighted Aurum's New Years event at The Radisson, December 2009.

Along with live performances, Nemesis has also appeared in several different radio and television programs as well as media publications.

Current Location : Dhaka, Bangladesh
Press Contact : 01751597947
Booking Agent : 01712959848

jiboner kolahol Vikings

জীবনের কোলাহল - Vikings
Album - Jiboner kolahol

নীরব রাতের মতো শান্ত নয়
ঘুমিয়ে পড়া কোন পথিকের মতো (নয়)
মিথ্যে কুয়াশায় ঢেকে থানা অজানা নয়
কিছুটা প্রেমময় বাকীটা অভিনয়

জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভালোলাগাই অবিচল
জীবন

Winning




Band Name : Winning

Detail :

The band music fans can now have a change in their taste of music. For once the highly popular band 'Winning' is preparing to come back to the scene soon with a brand new album performed by a new line-up. After their performance at the Nestl-sponsored 'Nescaf Unplugged' music concert at Hotel Sheraton back in 2000, 'Winning' has stayed off-stage till now. This was because the vocal of the band, Zaman Ali Chandan, had suddenly left Bangladesh immigrating to Canada. 'Winning' had remained since then without a vocal to continue its activities. Recently, however, after more than two-and-a-half years of silence, three persons, a vocal among them, have joined 'Winning'. Solo performer Abidur Reza Jewel, who has already earned recognition and popularity among the fans of modern Bangla songs, has joined the old band as its vocal. Besides, another promising singer, Pantho Kanai, has joined 'Winning' as a drummer replacing the band's drummer Monirul Alam Tipu, who will be now playing the percussions. The third inclusion in the band's line-up is that of the guitarist Niaz Chowdhury Tito. The older members of the band, except Tipu, who has been with the band since 1989 and has recently taken charge of the percussions, will be in their respective positions. Biplob Ashraf, who joined the group in 1985, is on the keyboard; Imran Chowdhury Mobin joined in 1992 and is the band's bass guitarist. Photo: Winning Winning was established far back in 1982 by five young men -- Ranjan, Shelly, Haider, Mitul and Famid. Later Babu joined them on the guitar. Their debut album of self-title Winning appeared after seven years in 1992. The line-up had by then changed as Chandan and Tipu had joined as the vocal and the drummer. The album was a considerable hit as the music lovers had found some traits of difference from the traditional songs of other popular bands. Biplob, the key-boardist and the unofficial organiser of Winning, says that they wanted to do something different especially in context of the songs. And they sure did it, for a number of scores became very popular. A large section of the audience welcomed the melodious soft rock style of songs like 'Oi dur paharer dhare' etc. The second album of 'Winning' titled Ochena Shohor came out in 1995 with some fine tunes. The line-up of the band had taken, by this time, yet another turn of changes: Mobin had replaced the bass guitarist Shelly, and the other vocal Ranjan had left the band. Since then the four-member band travelled along up to 2000. Biplob says, 'After Chandan had left, we virtually stopped band-activities, in spite of all our enthusiasm and passion for music, for the want of a vocal.' They just could not bring in a vocal and fill in the vacancy. 'We had a particular section of audience who had become so much accustomed to our style that we could not take the risk of experimenting with any one else', says Biplob. Finally, however, the band has found Jewel, who, according to Biplob, has some similarity in style and voice with Chandan. 'Winning' is hoping to release their third album by the end of this year. Working with the new album, the title of which is yet to be decided, is running fast but smoothly. Biplob hopes that the team has been able to keep up its old style while they have also fused the present day trends of music in the up-coming album. This is now all matter of time to wait for some new numbers that may be winning back the hearts of music lovers .........

Ashirbad by Artcell + Black + Cryptic Fate

Song: Ashirbad (Lyrics)
Band: Artcell + Black + Cryptic Fate
Genre: Alternative Metal
Album: Din Bodol
Language: Bangla
Country: Bangladesh

Abar jigs shei charpotro peye
Onushiloner majhe ritimoto badhagoto chesta
Ei drisso kolpo venge
Amar projonmer porahoto onghikar

Karo sathe nei amra
Karo pashe nei amra
Nijer jonno gan likhe
Ghure fire nijekei khusi kore
Somadhir shad amar

Aaj ami ekhane ek onno sommoye
Amar prithibite utshober pore
Srestho onuvuti dei choriye

Are rastay neme gechi ek sathe mora
Aatghat bedhe porikolpito bistrito akromon
Aguntok noi odekha shorge ami
Chena dukher majhe

Bhul jonmer chetona
Amar odhikar charbo na
Nijer jonno gan likhe
Ghure fire nijekei khusi kore
Somadhir shad amar

Aaj, ami ekhane ek onno sommoye
Amar prithibite utshober pore
Srestho onuvuti dei choriye

Amar pashe ashe darabe
Amar pother shongi hobe
Ashirbader chowa bestito koro amader
Ei shet shuvrotay achi amra ko jone
Ek sathe mishe

Saturday, 10 March 2012

valobasha megh by shironamhin

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়।

ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আশায়।

ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।

ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক

ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।

ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালবাসা,
ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

tir hara ei deu er sagor by bappa mozumdar

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত হাতে রে।

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।

ঘরবাড়ির ঠিকানা নাই,
দিনরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও তো ভুলে কভু ডাকে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে'
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।

hridoye amar bangladesh by habib arefin rumi

হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!

bangladesh by azom khan

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

কত মার অশ্রু আজ নয়নে
কে তা মুছাবে বা কেমনে
যে চলে যায় সে কি ফিরে আসে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

valobasha tarpor by arnob

কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।

gari chole na

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।

আবুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।

eka by parvez

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

sraboner meghguli by different touch

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

dur paharer deshe

ঐ দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে,
গাইছে,
আপন সুরে,
আপন সুরে,
আপন সুরে…
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়,
শুধু ডাকে
শুধু ডাকে…
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন,
ভেসে আসে,
ভেসে আসে,
ভেসে আসে…

tui ki janish na by arnob

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…

porobashi

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,
জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।

ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,
তবু কেন তোমার তরে লাগে যে মায়া।
মনে ভাসে সারা লগন তোমারই ছবি,
তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই।

জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়,
আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
দেখতে ইচ্ছা হয়।

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না

আকাশ খুলে বসে আছি
শিল্পী: বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবী

ছেলে
একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

মেয়ে

একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
একই আকাশ মাথার উপর এক কেন ভাবছ না

আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

মেয়ে

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল মেঘটাকে তাড়িয়ে (২)
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা

ছেলে

আসবে বলে ঐ যে দেখ মেঘেরা দাঁড়িয়ে
আকাশটা কে দেখি চল মেঘটাকে তাড়িয়ে (২)

মেয়ে মেঘের মতো হাটবো দুজন হাত কেন রাখছ না
ছেলে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)

ছেলে চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে
গামাপ গামাপ ননি ধামাপা নি নি ধা

মেয়ে চল দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনব যে ছিনিয়ে

ছেলেআমার মত কেন তুমি মন খুলে রাখছ না
মেয়ে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না(২)
ছেলে একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা
মেয়ে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না

Tuesday, 6 March 2012

Ac1D Ke? Artist: Ac1D

Kazi:
Ladies and gentlemen, Apnara jara acid ke chinen na...

Ac1d:
Acid Ki?

Kazi:
Oi shala ekta bhooter baccha

Ac1d:
Acid Kiii?

Kazi:
Fine, he's a DEMON!

Ac1d:
Acid is a What??

Ac1D Verse 1:

Acid is a demon stuck to the tomb in the back of the room
And the rumors provin the moons
Awaking a monster strapped to the wall with chains
And half of the moment his locked in place
His face is masked in case
His striving in hunger to run to your block and
Blade your throat, and cut your skin and eat your flesh
Just for the taste (ha ha)
A million souldiers marchin the war, its me against just all you foes,
This is how a killa goes, and murder murder all you hoes
Got joker, to strangle and choke her
Back and forth on the sofa, the mattress soaked
Its over, both of the chickens screaming
[mm mmm mmm mmm trunk slams shut)
I'm a psychopath, a maniac like - ayo bring the lady man
Mouth duck taped shut - tell me what she freakin sayin?
Bound to start the rain again beginning til' the very end
Oh you wanna' play again say hello to my little friend..
[body drops to the floor after gun shot]

Kazi Chorus 1:

Acid chule akash pure chite pore prithibi te
Attara hate chari pashe bibek nirbikar
Bidyut chomkay, mati kape, raater roop e din fire ashe
Manob danob shobai hoye ei acid er shikar

Ac1D Verse 2:

Acid dhore jin er moto, bhoot rao bhoyte montro porto
Jontronato kotha bolto, gonotontro hariye to
Jontro dhoira ulta koira mukh ta chilla buk ta kaat
[Acid ke?] Tor baap er baap er baap er dada'r baap er baba
BAAP RE BAAP!
Opore niche agay pichay chari dikay nachay shaap
Ar purnima chaad e haate atta ondhokare kaap e raat
Police ailey lukai daa'
Roktoto hathay mukhay daag
Ar bichnar nichay lash poray thakay
Bhanga komor ar' bhanga paa
Ami ashle shobai jane mrittu-prohor bheshe ashe
Manush roop er poshu jara mukhosh tader khule jabe
Pabe na khuje pabe na amake aj tomadaer majhe
Ghoorni jhor er moto sriti akashe to meeshe jabe

Kazi Chorus:

Haat e choori dishehara niyotir bidhane kaach er moto shopno gulo jodi bhenge pore jay
Haate acid eka eka, age peeche keu nei dekhar, dui din er e duniya ajke ache kalke nai

Ac1D Verse 3:

Puffin' bud in the streets now lets cipher man
I got a dub in my hand like its Amsterdam
Gram er bashar pukure to laash pure dhumay
Bonduk er guli, mathar bhitore ghumay
Playin around will get your shoulder popped'
Semi-automatic cocked at ya call the doctor
When my flow gets hot, you feel the burn
From the speakers, to your skin, to the hypodermo

Kazi Chorus 1 and Chorus 2: Repeat 2x

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...